জাতীয়
দেশের রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে মার্কিন রাষ্ট্রদূতের অপারগতা
টাঙ্গাইল, ০৫ আগস্ট – দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর দিতে অপারগতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
শনিবার টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শনে গেলে স্থানীয় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে এড়িয়ে যান।
এর আগে সকাল ১০টার দিকে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কুমুদিনী কমপ্লেক্সে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।
সাংবাদিকরা পিটার হাসের উদ্দেশে বলেন, আমাদের কিছু রাজনৈতিক প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ আগস্ট ২০২৩