দক্ষিণ এশিয়া

ভারতে তীর্থযাত্রার পথে সড়ক ধসে তিনজনের মৃত্যু, নিখোঁজ ১৯

নয়াদিল্লি, ০৫ আগস্ট – ভারতের উত্তরাখণ্ডে সড়ক ধসে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখনও ১৯ জন।

শুক্রবার (৪ আগস্ট) উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে গৌরিকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে গৌরিকুণ্ড এলাকার সড়কে ধস নামে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিখোঁজ আরও ১৯ জন। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় প্রশাসন বলছে, উদ্ধার অভিযান শুরু হলেও ভারী বর্ষণ ও পাহাড়ের ঢাল থেকে মাঝে মাঝে পাথর পড়ায় সমস্যা হচ্ছে। নিখোঁজ কাউকে এখনও পাওয়া যায়নি।

নিখোঁজদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে। তারা হলেন, বিনোদ (২৬), মুলায়ম (২৫), আশু (২৩), প্রিয়াংশু চামোলা (১৮), রণবীর সিং (২৮), অমর বোহরা, তার স্ত্রী অনিতা বোহরা, তাদের মেয়েরা, রাধিকা বোহরা ও পিঙ্কি বোহরা এবং পুত্র পৃথ্বী বোহরা (৭), জাতিল (৬), ভাকিল (৩)।

ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের আবহাওয়া অফিস অন্তত ৯টি স্থানে সতর্কতা জারি করেছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ আগস্ট ২০২৩

Back to top button