অন্যান্য

‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছলেন শোয়েব, আবারও বিচ্ছেদের গুঞ্জন

ইসলামবাদ, ০৫ আগস্ট – বিগত বছর থেকেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। তবে জল্পনা এবার তুঙ্গে উঠল পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক নিজেই বিরাট ইঙ্গিত দেয়ায়। শোয়েব নিজের ইনস্টাগ্রাম বায়োতে পরিবর্তন এনেছেন। যা নেটিজেনদের নজর এড়ায়নি। সানিয়া বা শোয়েব কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে শোয়েবের বায়োতে বিচ্ছেদেরই ইঙ্গিত স্পষ্ট।

সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল ২০১০ সালে। ২০১৮ সালে তাদের সন্তান ইজহানের জন্ম। শোয়েব মালিকের সঙ্গে অভিনেত্রী আয়েষা ওমরের ছবি ভাইরাল হয়েছিল। সুইমিং পুলে শোয়েবের বক্ষলগ্না অবস্থায় আয়েষাকে দেখা যায়। সানিয়া ও শোয়েব এই বিষয়ে মুখ খোলেননি। তবে আয়েষা দাবি করেন, একটি পুরানো ছবি। রোম্যান্টিক ফটোশ্যুট মাত্র, তার বেশি কিছু নয়।

আয়েষার সঙ্গে শোয়েবের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যে সানিয়া ও শোয়েবকে দেখা গিয়েছিল পাকিস্তানের টিভি রিয়ালিটি শো, যার নাম ছিল দ্য মির্জা মালিক শো। এই অনুষ্ঠানে পাকিস্তানের সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেন সানিয়া ও শোয়েব। নিজেদের সম্পর্ক নিয়ে জল্পনার কোনও প্রভাব পড়তে দেননি সানিয়া-শোয়েব, চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েই।

এরই মধ্যে ৪১ বছরের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ইনস্টাগ্রাম বায়োতে পরিবর্তন এনেছেন। আগে সেখানে লেখা ছিল ‘Husband to a superwoman Sania Mirza’, অর্থাৎ সানিয়ার স্বামী হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন। এই অংশটি গতকালই মুছে দেন শোয়েব। এখন শুধু ইজহানের পিতৃপরিচয় দিয়ে ‘Father to One True Blessing’ লেখা রয়েছে। এর জেরেই সানিয়া-শোয়েবের বিচ্ছেদ নিয়ে জল্পনা জোরদার হয়েছে।

এদিকে, সানিয়া আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শোয়েবের ছবি ও ভিডিওগুলি ডিলিট করে দিয়েছিলেন। তবে শোয়েবের অ্যাকাউন্টে এখনও সানিয়ার ছবি রয়েছে। ৩৬ বছরের সানিয়া গত মার্চে হায়দরাবাদে প্রদর্শনী ম্যাচ খেলে টেনিসকে গুডবাই জানিয়েছেন।

সানিয়ার পরিবারের এক ঘনিষ্ঠ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, যেহেতু বিষয়টি তাদের একান্তই ব্যক্তিগত সে কারণে সানিয়া ও শোয়েব একসঙ্গে বা আলাদা করে নিজেদের সম্পর্কের কথা জনসমক্ষে আনতে চাইছেন না। ছেলে ইজহানের কথা ভেবেই। ফলে সকলের উচিত তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ব্যক্তিগত পরিসরে প্রবেশ না করা। যদিও তাতে জল্পনা থামার কোনো ইঙ্গিতই নেই।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ আগস্ট ২০২৩

Back to top button