সোমবার ঢাকায় সমাবেশ করবে ১৪ দল
ঢাকা, ০৪ আগস্ট – আগামী সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দল সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।
১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ১৪ দল মিলে বিএনপি জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে বলে মন্তব্য করেন ১৪ দলের নেতারা। তারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
সমাবেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ আগস্ট ২০২৩