একদম অশিক্ষিত আমি, ইংরেজি বলতে পারি না
মুম্বাই, ০৪ আগস্ট – বলিউডে নায়ক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও, খুব একটা জনপ্রিয়তার খাতায় নাম লেখাতে পারেননি রাকেশ রোশন। অভিনেতার বেশির ভাগ সিনেমাই ছিল ফ্লপ। এরপরই ধীরে ধীরে অভিনয় থেকে সরে গিয়ে বেছে নেন সিনেমার প্রযোজনা এবং পরিচালনার কাজ। তাতে তার সাফল্য অতুলনীয়।
বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে নির্মাতা হিসেবে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। তবে এত খ্যাতনামা নির্মাতা হয়েও নাকি পড়াশোনাটা সম্পন্ন করতে পারেননি রাকেশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে একদমই অশিক্ষিত হিসেবে দাবি করেন তিনি। আর তাই ইংরেজিও ভালো করে বলতে পারেন না এই নির্মাতা।
এ প্রসঙ্গে রাকেশ বলেন, বলিউডের সেরা পরিচালকদের তালিকায় তার নাম আসে না, সে আমি খুব ভালোভাবেই জানি। এমনকি জনপ্রিয়তার দিক থেকে খুব একটা এগিয়ে নেই আমি। সেটা অভিনয়েই হোক, কিংবা পরিচালনায়। শুধু তাই নয়, মন দিয়ে পড়াশোনাও করা হয়ে ওঠেনি আমার।
তিনি আরও বলেন, আমি নিজে সম্পূর্ণ অশিক্ষিত। ভালো করে ইংরেজি তো দূরের কথা, হিন্দিটাও বলতে পারি না।
কিন্তু কেন এমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে রাকেশ বলেন, এসরাজ এবং ইরা রোশনের ছেলে হিসেবে তার জীবন পুরোটাই বলিউডময় ছিল। তার বাবা ছিলেন জনপ্রিয় বাদক ও মা ছিলেন একসময়ের নামকরা বাঙালি গায়িকা।
নির্মাতা জানান, বলিউডের মোহে পড়াশোনার পরিবর্তে বিনোদন জগতকেই বেশি সময় দিতেন রাকেশ। এমনকি স্কুলের ধারপাশ দিয়েও যেতেন না। অধিকাংশ সময় কাটত সিনেমা হলে বসেই। আর এ কারণেই পড়াশোনাটা হয়ে ওঠেনি রাকেশের।
তবে এমন মন্তব্যে অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে। অনেকেই বলেছেন, এমনভাবে কথা বলার সাহস খুব বেশি মানুষের থাকে না।
আইএ/ ০৪ আগস্ট ২০২৩