জাতীয়

তারেক-জুবাইদার সাজার রায়ে জামায়াতের উদ্বেগ প্রকাশ

ঢাকা, ০৪ আগস্ট – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছর সাজা দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দেয়া বিবৃতিতে তিনি বলেন, ২ আগস্ট রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছর সাজা প্রদান করা হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাদেরকে সাজা দেয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, তাদেরকে যে মামলায় সাজা দেয়া হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শুধু রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং দেশের মানুষের নিকট তাদের ভাবমর্যাদা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ সাজার রায় দেয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ আগস্ট ২০২৩

Back to top button