জাতীয়

সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াতে ইসলামী

ঢাকা, ০৩ আগস্ট – রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) সমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি পাচ্ছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের আয়োজনে শুক্রবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দুদিন আগেই ডিএমপির কাছে অনুমতি চেয়ে বেদনআ করেছিল দলটি।

গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে।

জামায়াতকে শুক্রবার সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, জানতে চাইলে বৃহস্পতিবার বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, না, দিচ্ছি না।

গত ১ আগস্ট জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিল দলটি। তবে পুলিশের অনুমতি না থাকায় সংঘাত এড়াতে সমাবেশ কর্মসূচি স্থগিত করে দলটি।

ওইদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের কথা জানিয়ে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল ৪ আগস্ট রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন। কিন্তু এবারও দলটিকে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

এর আগে গত ২৪ জুলাই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির শফিকুর রহমানসহ গ্রেফতার দলের সব নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ১ আগস্ট বায়তুল মোকাররমের সামনে সমাবেশের ঘোষণা দেয় দলটি।

জামায়াতকে সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ওইদিন সংবাদ সম্মেলন করে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

পুলিশের অনুমতি নিয়ে গত ১০ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করেছিল জামায়াত। এর আগে সবশেষ ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পেয়েছিল দলটি। এরপর গত ১০ বছরেরও বেশি সময় জামায়াতকে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। এই দীর্ঘ সময়ে বিভিন্ন ইস্যুতে ঝটিকা মিছিলেই সীমাবদ্ধ ছিল জামায়াতের কর্মসূচি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৩ আগস্ট ২০২৩

Back to top button