জাতীয়

মধ্যরাতে নুরের বাসায় ডিবি, ‘দরজা ভেঙে’ তল্লাশি

ঢাকা, ০২ আগস্ট – গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসায় মঙ্গলবার দিনগত রাত ২টার সময় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। নক করলেও এ সময় নুর সাড়া না দেয়ায় দরজা ভেঙে পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ।

পরে ফেসবুক থেকে লাইভে যান নুর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। নুরের আরও অভিযোগ, তার বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে ডিবি।

ফেসবুক লাইভে এসে নুর বলেন, আমার ২ মাস ও সাড়ে ৩ বছরের ছোট দুটি বাচ্চা পুলিশের এ তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ঢাকা টাইমসকে জানান, যারা অভিযানে এসেছিলেন তাদের মধ্যে একজন মধ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা নুরুল হক নুরকে উদ্দেশ্য করে বারবার বলছিল, এই বাসায় নাকি জঙ্গি রয়েছে।

তখন নুরুল হক নুর বলেন, ‘আমার বাসায় জঙ্গি আসবে কোথা থেকে। আপনারা নাটক সাজাতে আসছেন। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায়।’ ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়।

এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে রায়েরবাগ থেকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। অন্যদিকে রাত ৮টায় মোহাম্মাদপুর থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকে।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে তুলে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা ও বিন ইয়ামিন মোল্লার বাবাকে তুলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ভোর ৪টায় ছেড়ে দেয়।

আবু হানিফ বলেন, ‘আমরা মনে করি চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হবো না।’

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০২ আগস্ট ২০২৩

Back to top button