জাতীয়
জামায়াতের সমাবেশ স্থগিত
ঢাকা, ০১ আগস্ট – বায়তুল মোকাররমের উত্তর গেটে ডাকা শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি হিসেবে আগামী ৪ আগস্ট রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে বলে জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি পুলিশ প্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে আমাদের।
বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ আগস্ট ২০২৩