যূক্তরাষ্ট্র

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি আইনজীবীর মৃত্যু

শাহ ফারুক রহমান

নিউইয়র্ক, ২২ ডিসেম্বর- নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাইদ আলী হায়দার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ৩টায় কোনি আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখনও তার জানাযা ও দাফনের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। সাইদ আলী হায়দার একজন ইমিগ্রেশন আইনজীবী ছিলেন। তার পরিবারে স্ত্রী ও ২ সন্তান রয়েছেন। তিনি নিউইয়র্কের কোনি আইল্যান্ডে বসবাস করতেন।

প্রয়াত সাইদ আলী হায়দার ঢাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের শ্যালক ছিলেন।

আরও পড়ুন- যুক্তরাজ্যে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি

তরুণ এ আইনজীবীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ে যুক্তরাষ্ট্রে ২৬৯ জন বাংলাদেশি প্রাণ হারান। আর এই শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।

আডি/ ২২ ডিসেম্বর

Back to top button