নোয়াখালী

হাতিয়ায় মেঘনা নদীতে লাইটার জাহাজডুবি

নোয়াখালী, ০১ আগস্ট – নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে পণ্যবাহী এমভি ওয়াটার হেভেন কর্পোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে হাতিয়ার সুখচর ইউনিয়নের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজে থাকা ৪ জন নাবিকসহ ১২ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে।

জাহাজের মাস্টার মো. ইলিয়াস বলেন, চট্টগ্রাম থেকে সিরামিকের কাঁচা মালামাল নিয়ে জাহাজটি ঢাকা যাচ্ছিল। হাতিয়া উপজেলার কাছে এলে জাহাজের ইঞ্জিন রুমের নিচে তলা ফেটে যায়। মুহূর্তে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ওই জাহাজের ১২ নাবিক তীরে ওঠেন। জাহাজে ১ হাজার ৭০০ টন সিরামিকের গুঁড়া ছিল।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জাহাজের মালিক যোগাযোগ করেছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত নদীতে নৌপুলিশ পাহারা দিয়ে রাখবে। দু-এক দিনের মধ্যে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী জাহাজ এনে এটি উদ্ধার করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০১ আগস্ট ২০২৩

Back to top button