সিলেট

মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল ট্রাকচালকের

সিলেট, ৩১ জুলাই – সিলেটের জৈন্তাপুরে তামাবিল-জাফলং মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (৩০ জুলাই) রাতে জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈায়াবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৪)। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

জানা যায়, রোববার বিকেলে ট্রাকচালক মোশারফ হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

ওসি ওমর ফারুক বলেন, রোববার বিকেলে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় ট্রাকচালক মোশারফ নিহত হয়েছেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশের একটি দল তার মরদেহ উদ্ধার করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩১ জুলাই ২০২৩

Back to top button