মেট্রো শপিং মলে ১০ মিনিটে দুই কোটি টাকার হীরার গহনা চুরি
ঢাকা, ৩০ জুলাই – রাজধানীর ধানমন্ডিতে মেট্রো শপিংমলে একটি ডায়মন্ডের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল সকাল ১০টার পরে এই ঘটনা ঘটে। রোববার বিকেলে ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, মেট্রো শপিং মলেরে চার তলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ডায়মন্ডের বিভিন্ন গহনা চুরির ঘটনা ঘটে। এই ঘটনার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পারভেজ ইসলাম আরও বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা গেছে, পাঁচ জনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। এর ১০ মিনিটের মাথায় তারা বের হয়ে যায়। এই ১০ মিনিটে তারা কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে। তবে দলে আরও কতজন ছিলো সে বিষয় কাজ চলছে।
ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ বলেন, দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ট্রাস্ট ডায়মন্ডের মালিক পক্ষ মেট্রো শপিং মলের নিচ তলায় নতুন শো রুমের কাজ করছে। তাই চার তলার একটি দোকান ভাড়া নিয়ে এমনি সাধারণ ভাবে মালামাল রেখেছিল। কোনো লকার ছিলো না। দোকানটিতে মাত্র দুটি তালা লাগানো ছিলো। ভুক্তভোগিরা এখনো হিসাব করছে। তবে প্রাথমিকভাবে তাদের দাবি অন্তত দুই কোটি টাকার ডায়মন্ডের গহনা নিয়ে গেছে।
এই ঘটনায় পুলিশর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জুলাই ২০২৩