খাওয়ানো হচ্ছে ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য
ঢাকা, ২৯ জুলাই – সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের ওপর হামলার পর আওয়ামী লীগ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষে থেকে তাদের খাওয়ানোর কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভিসানীতি থেকে রক্ষা পাওয়ার জন্য এ কাজ করেছে সরকার।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। এসময় তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ করার ঘোষণা দেন।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৯ জুলাই ২০২৩