ঢাকার সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ
ঢাকা, ২৯ জুলাই – বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর সব প্রবেশমুখে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল থেকে রাজধানীর গাবতলী, আমিনবাজার, সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জ, উত্তরাসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বিএনপিকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
তবে অবস্থান কর্মসূচি পালনে এখনও অনড় রয়েছে বিএনপি। ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখ মিলিয়ে অন্তত ১৫টি স্থানে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা জোটের দলগুলো। এতে প্রবেশমুখ এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নয়াবাজারে পুলিশের পাশাপাশি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। এছাড়া গাবতলী ও উত্তরায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ ও পাড়া-মহল্লা-ওয়ার্ডে অবস্থান নিয়েছে।
শুক্রবারে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে ঢাকার ১৫টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থান কর্মসূচি থেকে সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুলাই ২০২৩