দক্ষিণ এশিয়া

পাকিস্তানে পর্যটক ভর্তি বাস খাদে পড়ে ৮ জন নিহত

ইসলামবাদ, ২৯ জুলাই – পাকিস্তানে বাস খাদে পড়ে এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও নয়জন।

গতকাল শুক্রবার পাকিস্তানের গিলগিট বালতিস্তান প্রদেশের দিয়ামার জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দিয়ামার জেলার বাবুসার পাসের কাছে বাসটি খাদে পড়ে যায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াজির লিয়াকত বলেন, বাসটিতে ১৬ জন পর্যটক ছিলেন। এদের মধ্যে চারজন নারী ও চার শিশু ছিল। খাদে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

এর আগে চলতি মাসেই গিলগিট বালতিস্তানে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত ও ১৭ জন আহত হন।

পাকিস্তানে বাসগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয়া হয়। এসব বাসগুলোতে যাত্রীদের জন্য সিটবেল্টও থাকে না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুলাই ২০২৩

Back to top button