জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করা হচ্ছে

সিলেট, ২৮ জুলাই – পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সফলতা দেখে কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য তদবির করা হচ্ছে। এ কাজে টাকা খরচ করছে একটি দল।

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলায় গরিবদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সফলতা দেখে কোনও লোক পছন্দ নাও করতে পারে- এটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এর মানে এই নয় যে সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে দেশের ক্ষতি করছে।

তিনি আরও বলেন, তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নেয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাপী আমাদের দেশের এক লাখ ৮৬ হাজার শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ জুলাই ২০২৩

Back to top button