কাফনের কাপড় পরে নওগাঁর মোস্তফা মহাসমাবেশে
ঢাকা, ২৮ জুলাই – সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ শুক্রবার। সমাবেশ ঘিরে সকাল থেকেই দলটির কার্যালয়ে জড়ো হতে থাকেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা। তাদেরই একজন কৃষক গোলাম মোস্তফা। সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি নিয়ে কাফনের কাপড় পরে নওগাঁ থেকে ঢাকার সমাবেশে এসেছেন তিনি।
শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে এ প্রতিবেদকের সঙ্গে দেখা হয় নওগাঁর মোস্তফার। তিনি নওগাঁ সদর থানার কিলপপুর ইউনিয়নের কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
কৃষকদলের এ নেতা বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের কৃষকরা ভালো নেই। তাই অনেকের অনেক দাবি থাকলেও আমার দাবি একটাই- সরকারের পদত্যাগ।
গোলাম মোস্তফা বলেন, বাড়ি থেকে কাফনের কাপড় পরে এসেছি। রাজপথে আমার মৃত্যু হলে কোনো আফসোস নেই। আমরা গরীব মানুষ, এই সরকারের অধীনে খেয়ে-পড়ে বেঁচে থাকা অনেকটা মৃতের মতোই। আমরা সরকারের পদত্যাগ চাই, প্রয়োজনে আমার মৃত্যু হোক।
তিনি বলেন, প্রতিটি জিনিসের দাম অনেক বেড়ে গেছে। ১০ টাকার জিনিস এই সরকারের আমলে ১০০ টাকা, ২০ টাকার জিনিস ২০০ টাকা হয়ে গেছে। মানুষ চলতে পারে না। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। এই সরকারকে আমরা আর দেখতে চাই না।
গোলাম মোস্তফা আরও বলেন, আমাদের ভোটের কোনো অধিকার নেই। পুনঃনির্বাচনে আমরা ভোট দিতে পারি না। কেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যায়। আমরা চাই সুষ্ঠু একটা ভোটের আয়োজন করা হোক, তখন যদি আবার হাসিনা ক্ষমতায় আসে আমাদের কোনো আপত্তি নেই।
কোথায়, কখন সমাবেশ
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (২৮ জুলাই) বেলা ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বিএনপির মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ বেলা ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে। এতে জোটের শীর্ষ নেতা আ.স.ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও জুনায়েদ সাকি বক্তব্য রাখবেন।
এদিন বেলা ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। একই সময়ে ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বেলা ১১ টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ৩টায় গণফোরাম ও পিপলস পার্টির যৌথ উদ্যোগে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
একইদিন বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রেজা কিবরিয়াপন্থি গণঅধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে সমাবেশ। এছাড়া অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির উদ্যোগে বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলের অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্যের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। মোস্তাফিজুর রহমান ইরাণের নেতৃত্বাধীন লেবার পার্টি বেলা সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে। এনডিএম বেলা ৩টার দিকে মালিবাগ মোড় হোসাফ টাওয়ার, জাতীয়তা সমমনা পেশাজীবী জোট সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ জুলাই ২০২৩