ফরিদপুর

ফরিদপুরে থে‌কে বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুর, ২৮ জুলাই – ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেনসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার বিজয়নগর এলাকা থেকে তাদের আটক করে ডিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া ঢাকা পোস্টকে জানান, বিজয়নগর মোড় থেকে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদকসহ ১৫জন নেতাকর্মীকে আটক করেছে ডিবি। আটকের পর তাদের মিন্টু রোডস্থ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ জুলাই ২০২৩

Back to top button