জাতীয়

ড. তাহের হত্যায় দুই আসামির ফাঁসি কার্যকর

রাজশাহী, ২৭ জুলাই – রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রাত ১০টা এক মিনিটে আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কারা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ফাঁসি কার্যকর হওয়া দুই আসামি হলেনন- বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরের বড় ভাই সোহরাব হোসেন কারাগারে ঢুকেন। তাকে মরদেহ হস্তান্তর করার জন্য ডাকা হয়। এ ছাড়া গত মঙ্গলবার দুপুরে আসামি মিয়া মোহাম্মদ মহিউদ্দীন ও জাহাঙ্গীর আলমের সঙ্গে স্বজনরা শেষ সাক্ষাৎ করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ জুলাই ২০২৩

 

Back to top button