বিএনপি নেতা ইশরাকের বাসায় অভিযান, ৬ জনকে আটকের অভিযোগ
ঢাকা, ২৭ জুলাই – বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের জেষ্ঠ্য সদস্য ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে পুলিশ অভিযান চালিয়ে সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ ছয় জনকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটার দিকে গোপীবাগে ইশরাক হোসেনের বাসভবনে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি অভিযান চালান বলে জানিয়েছেন বাসার কেয়ারটেকার মহসিন মিয়া।
তিনি বলেন, গাড়িতে সাদা পোশাক পরে কয়েকজন এসে অভিযান শুরু করেন। জিজ্ঞেস করতেই তারা পুলিশ পরিচয় দেন। অভিযানের পর সেখান থেকে মোট ৬ জনকে গাড়িতে তোলা হয়েছে। আটককৃতদের মধ্যে চারজনকে চিনতে পারলেও দুজনের নাম বলতে পারেননি তিনি।
সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ছাড়াও পরিচয় পাওয়া আটককৃত অপর নেতারা হলেন- ৪৪ নম্বর ওয়ার্ড থানা বিএনপির সভাপতি তারেক আহমেদ জন, ৪২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হানিফ টারজান ও ৪২ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইসলাম। তবে বাকিদের নাম-পরিচয় বলতে পারেননি ইশরাক হোসেনের বাসার কেয়ারটেকার।
এ বিষয় মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসভবনে অভিযান চালানো এবং কাউকে আটক করার কথা গণমাধ্যমের কাছে অস্বীকার করেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ জুলাই ২০২৩