প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া আর নেই
ঢাকা, ২৭ জুলাই – বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে রামপুরার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
এর আগে স্ট্রোক করে দির্ঘ দিন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকদের পক্ষে অন্যতম নেতা ছিলেন শাহজাহান মিয়া। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) দু’বার সাধারণ সম্পাদক, পাঁচবার সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ছিলেন।
কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায়। অবসরে যান প্রধান বার্তা সম্পাদক হিসেবে। মাঝে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ( প্রেস)-এর দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।
এছাড়াও শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও জাতীয় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতারা ।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ জুলাই ২০২৩