দক্ষিণ এশিয়া

ভারতে ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

নয়াদিল্লি, ২৫ জুলাই – ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের ৬ শহরে অভিযান চালিয়ে ৭৪ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১০ জন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বৈধ কোনো নথিপত্র ছাড়া অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

ভারতে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা দানকারী এনজিও দ্য রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের পরিচালক সাব্বের কিয়াও মিন রয়টার্সকে বলেন, ‘গ্রেপ্তার এই রোহিঙ্গারা মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে প্রায় ১০ বছর আগে এখানে পালিয়ে এসেছিলেন। আবর্জনা সংগ্রহসহ শ্রমনির্ভর বিভিন্ন কাজ করে জীবিকা অর্জন করতেন তারা।’

‘গ্রেপ্তাররা সবাই মূলত অভাবী শরণার্থী। তাদের পরিবারের সদস্য ও স্বজনরা তাদের পথ চেয়ে রয়েছেন। পুলিশের প্রতি আমাদের অনুরোধ, যেন গ্রেপ্তারদের মুক্তি দেওয়া হয়।’

মিয়ানমারের রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংবিধানে রোহিঙ্গাদের স্বীকৃতি না দেওয়ায় ন্যূনতম নাগরিক সুযোগ-সুবিধাও পায় না এই জনগোষ্ঠী।

গত শতকের আশির দশক থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন পালিয়ে যেতে শুরু করে। দ্য রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভসের গত বছরের হিসেব অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন ১৮ হাজারেরও বেশি রোহিঙ্গা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৫ জুলাই ২০২৩

Back to top button