উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে গৌতমের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল, স্বাগত জানাল বিজেপি
কলকাতা, ২৫ জুলাই – বিজেপি উত্তরবঙ্গের অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়ে বাংলার বিভাজন করতে চাইছে বলে সরব তৃণমূল। বিজেপির পাল্টা দাবি, উত্তরবঙ্গের বঞ্চনা ঘুচিয়ে সেখানকার মানুষের চাহিদা সরকার পূরণ করলেই বাংলা ভাগের দাবি উঠবে না। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল পরিচালিত শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব অস্বস্তিতে ফেললেন তৃণমূলকে। তাঁর বক্তব্যকে হাতিয়ার করে আসরে বিজেপি।
বিরোধীদের পর এবার উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর শোনা গেল খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গলায়। শিলিগুড়িতে বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষকে পাশে বসিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন গৌতম। তার আগে মান্তুর জীবনী নিয়ে গান ও কবিতা সম্বলিত ‘বিজয়িনী’ অ্যালবামের আবরণ উন্মোচন করেন তিনি। গৌতম বলেন, উত্তরবঙ্গ কম ফোকাসড। খেলাধুলোর ক্ষেত্রে মাঠে পারফরম্যান্স করে জায়গা করে নিতে হয়। কয়েকজন সফল হয়েছেন। কিন্তু উত্তরবঙ্গের কথা উঠলেই পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া ভাব অনুভূত হয়। অনেক ক্ষেত্রেই মনে হয় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে। উল্লেখ্য, গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন-সহ বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি পরাজিত হন। এখন তিনি শিলিগুড়ির মেয়র। তাঁর মুখেই উত্তরবঙ্গের অনুন্নয়নের আক্ষেপ সংক্রান্ত মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়ে যায়। বিষয়টিকে নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি।
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বিধানসভায় সাংবাদিক সম্মেলনে বলেন, মেয়রকে ধন্যবাদ। অনেকবার বলেছি উত্তরবঙ্গে যে উন্নয়ন হয়নি সেটা তৃণমূল কংগ্রেস নেতাদেরও মনের কথা। কংগ্রেস, বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেসের সরকার থাকাকালীনও উত্তরবঙ্গ প্রাপ্য অধিকার, মর্যাদা, সম্মান পায়নি। উন্নয়ন হয়নি। কোনওকালেই উত্তরবঙ্গ ফোকাসে ছিল না। শংকরের কথায়, আমরা যেটা বলছি সেটাই বলছেন প্রাক্তন মন্ত্রী ও বর্তমান মেয়র। মানুষের জন্য আমরা উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা, আমি নিজে ব্যক্তিগতভাবে বিজেপির হয়ে লড়াই করছি। প্রকাশ্যে উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সরব না হতে পারলেও দলের অভ্যন্তরে এ ব্যাপারে সরব হতে গৌতম দেবকে আহ্বান জানিয়েছেন শংকর।
সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
আইএ/ ২৫ জুলাই ২০২৩