জাতীয়

ছাত্রদলের সাবেক ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা, ২৪ জুলাই – জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার প্রত্যাহার করা হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সদস্য আব্দুল মালেক এবং আজিজুল হক পাটোয়ারী আজিম।

ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্রোহের ঘটনায় ২০১৯ সালের ২২ জুন তাদেরকে বহিষ্কার করা হয়েছিল।

সূত্র: সমকাল
আইএ/ ২৪ জুলাই ২০২৩

Back to top button