ক্রিকেট

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে মন্ট্রিয়ালের জয়

অটোয়া, ২৪ জুলাই – ফের জ্বলে উঠলেন সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে তার অলরাউন্ড পারফরম্যান্সে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মন্ট্রিয়েল টাইগার্স। সাকিব ১ উইকেট নেওয়ার পর ঝোড়ো ৩৬ রান তোলেন।

সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্স টসে জিতে ফিল্ডিং নেয়। যেখানে প্রতিপক্ষ মিসিসাউগা প্যানথার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে। সাকিব ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় মন্ট্রিয়েল টাইগার্স। কিন্তু ওপেনার ক্রিস লিনের ৪৫ বলে ৬৪ রানের ইনিংসে জয়ের পথেই থাকে তারা। সাকিব ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৪ বলে ৫ চার ও ২ ছয়ে করেছেন ৩৬ রান।

টানা দুই ম্যাচ জিতল সাকিবের দল। এর আগে বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচে বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ১৩ বলে ২৬ রান করেছিলেন। কালও অলরাউন্ড পারফরম্যান্স করেছেন তিনি।

এদিকে কাল লিটন দাসেরও খেলা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ব্র্যাম্পটন উলভসের বিপক্ষে তাঁর দল সারে জাগুয়ার্সের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ জুলাই ২০২৩

Back to top button