জাতীয়

হিরো হতেই হিরো আলমের ওপর হামলা

ঢাকা, ২৩ জুলাই – ফেসবুকে হিরো হতেই হামলাকারীরা হিরো আলমের উপর হামলা করেছে বলে জানালেন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। রোববার সন্ধ্যায় গোয়েন্দা কার্যালয়ে আসেন হিরো আলম।

তিনি জানান, তার উপর হামলার ঘটনায় প্রকৃত আসামিরা আটক হয়েছে কিনা তা যাচাই করতেই এখানে আসা। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় গোয়েন্দা পুলিশের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।

পুলিশের গোয়েন্দা প্রধান বলেন, আসামি যে দলেরই হোক আমরা এধরনের ঘটনায় কাউকেই ছাড় দেইনি। আগামীতেও কেউ যাতে এ ধরনের হামলা না করতে পারে তার জন্য আমরা কঠোর অবস্থানে আছি।

এদিকে ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন হিরো আলম। রোববার (২৩ জুলাই) দুপুরে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ও চুম্বক অংশ সংযুক্ত করে ইসি বরাবার এ চিঠি দেন।

নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবি জানিয়ে চিঠিতে বলা হয়, গত সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আমি আরশাফুল হোসেন আলম (হিরো আলম) নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্বাচনের দিন ইমেইলের মাধ্যমে আপনাকে অবহিত করেছিলাম যে, ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্টকে ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে। এ ছাড়া বনানী বিদ্যা নিকেতন ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে সরকার দলীয় ক্যাডাররা আমার ওপর শারীরিকভাবে হামলা চালায়। এ ঘটনা দেশ ও বিদেশের কোটি কোটি মানুষ সংবাদ মাধ্যমে দেখেছে।

চিঠিতে হিরো আলম এই প্রহসনের নির্বাচনকে’ বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে বলেন, আমার প্রতিপক্ষকে নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনের ফলাফল বাতিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুলাই ২০২৩

Back to top button