জামালপুরে সাবেক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৭
জামালপুর, ২৩ জুলাই – জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক সাবেক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ জুলাই) মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ১১টায় উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে জহুরুল হক (৫৮)। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। পেশায় তিনি স্থানীয় বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, জহুরুল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরতেন। শনিবার রাত ১১টার পরও বাড়ি ফিরছিলেন না। এ সময় পরিবারের সদস্যরা খবর পান যে, ওই এলাকায় তার মরদেহ পড়ে আছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, শনিবার রাত ১২টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পেট ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ জুলাই ২০২৩