জাতীয়
ঢাকায় ২৭ জুলাই ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে সমাবেশ করবে যুবলীগ
ঢাকা, ২৩ জুলাই – দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ‘তারুণ্যের জয়যাত্রা’ ব্যানারে ঢাকায় সমাবেশ করবে যুবলীগ।
আগামী ২৭ জুলাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ হবে।
যুবলীগের দফতর বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গতকাল শান্তি সমাবেশে জানিয়েছিলেন, ২৪ জুলাই সমাবেশ হবে। পরে যুবলীগের দফতর থেকে জানানো হয়, এ সমাবেশ হবে ২৭ জুলাই।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৩ জুলাই ২০২৩