ঢাকা

রাজধানীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ঢাকা, ২৩ জুলাই – রাজধানীর রামপুরায় মোটরসাইকেলে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলক গোমেজ (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলকের দুলাভাই রনি বলেন, আমার শ্যালক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি ট্রাক তার মোটরসাইকেলে সজরে ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলক গোমেজ কালীগঞ্জের বিতিম গোমেজের সন্তান। বর্তমানে নর্দার সরকারবাড়ি দুই নম্বর গেট এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ জুলাই ২০২৩

Back to top button