সৌদিতে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
রিয়াদ, ২৩ জুলাই – বিভিন্ন অপরাধের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে ১৩ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বাসস্থান আইন লঙ্ঘনের দায়ে মোট সাত হাজার ৬৬৭ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় চার হাজার ১০৮ জনকে এবং শ্রম সংক্রান্ত অভিযোগে আরও দুই হাজার ১৫৬ জনের গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া ৮৭৪ জনের মধ্যে ৭৯ শতাংশ ইয়েমেনের এবং ১৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক।
অন্যদিকে সৌদি আরব থেকে প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের সময় ৮৫ জনকে এবং অবৈধ অভিবাসীকে মদদ দেয়ার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়া কোনো ব্যক্তিকে আশ্রয়-পরিবহনসহ যেকোনো সহায়তা করলে ১৫ বছরের জেল এবং দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুলাই ২০২৩