জাতীয়

নাগরিকদের তথ্য ফাঁসে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ সোমবার

ঢাকা, ২২ জুলাই – নাগরিকদের তথ্য ফাঁসের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আগামী সোমবার। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

নাগরিকদের তথ্য ফাঁসের কারণ খুঁজে পেতে গঠিত তদন্ত কমিটি এর আগে প্রতিবেদন জমা দেয়।

শনিবার বিপিও সামিটের উদ্বোধনী আয়োজন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, দায়িত্বে উদাসীনতায় জন্মনিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ৭ জুলাই রাত আটটার দিকে খবর ছড়িয়ে পড়ে, সরকারি একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ বাংলাদেশির নাগরিক তথ্য ফাঁস হয়েছে। পরে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

পরদিন জানা যায়, আরও তিনটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য আছে ঝুঁকিতে। মূল কারণ খুঁজতে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেয়া হয়।

এর আগে বিপিও সামিটের পঞ্চম আসর উদ্বোধন করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের পেছনে আছে মানুষের ব্রেন। তাই এ প্রযুক্তি বিকশিত হলেও মানুষের প্রয়োজন ফুরাবে না।

রাজধানীর একটি হোটেলে দুই দিনের বিপিও সামিটে অংশ নিয়েছে ১৫টি স্টল। থাকছে বাণিজ্যিক ম্যাচ মেকিং ও নেটওয়ার্কিং সেশন। রয়েছে তরুণদের চাকরি পাবার সুযোগও।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জুলাই ২০২৩

Back to top button