ফরিদপুর

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাস উল্টে নিহত ১

ফরিদপুর, ২২ জুলাই – ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপেসওয়েতে একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপার ভাইজারের নাম খলিলুর রহমান সরদার (৪০)। তিনি শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার বরশকাঠি গ্রামের শামসুদ্দিন সরদারের ছেলে।

এ দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের একদিকে যানজটের ৩০ মিনিটের জন্য সৃষ্টি হয়। ঘটনার পরেই ভাঙ্গা ফায়ার সার্ভিসের একদল কর্মী উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে ভাঙ্গা ও মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশ, ভাঙ্গা থানা পুলিশ আধা ঘণ্টার চেষ্টায় এক্সপ্রেসওয়ে থেকে বাসটি সরিয়ে নিলে সড়কের ওই অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আবদুল্লাহহেল বাকী বলেন, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে এক্সপ্রেসওয়েতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডানপাশের রেলিংএ ধাক্কা খায়। পরে চালক বাসটি দ্রুত গতিতে বাম দিকে ঘোরাতে গেলে বাসের সামনের বাম পাশের চাকা ফেটে যায়। যার কারণে বাসটি সড়কের উপর উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এ দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ জুলাই ২০২৩

Back to top button