জাতীয়

নোয়াখালীতে আ.লীগের সমাবেশে ওবায়দুল কাদের

নোয়াখালী, ২২ জুলাই – নোয়াখালীর কবিরহাটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১১টায় কবিরহাট সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

কবিরহাটের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশ শেষে দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশ নির্মিত ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরাল উদ্বোধন করবেন ওবায়দুল কাদের। আর বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

এ ছাড়া আগামীকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ জুলাই ২০২৩

Back to top button