বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, গরমে মারা যাচ্ছে গৃহহীন মানুষ

ওয়াশিংটন, ২২ জুলাই – বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কয়েক কোটি মানুষ এখন তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে। অ্যারিজোনা রাজ্যে রেকর্ড পরিমাণ গরম হতে পারে বলে আশঙ্কা দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার।

অ্যারিজোনার ফিনিক্সে গত ২০ দিন ধরে তাপমাত্রা কমপক্ষে ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের সপ্তাহগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তীব্র তাপপ্রবাহে এলাকাটির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দিনের আলোয় ঘরে থেকে নিজেদের হাইড্রেটেড থাকার পাশাপাশি পোষা প্রাণী বা বাচ্চাদের তালাবদ্ধ যানবাহনে না রাখার জন্য অনুরোধ করেছেন তারা। এমন অবস্থায় তীব্র এই তাপপ্রবাহ প্রাণঘাতী হয়ে উঠেছে বাস্ত্যচ্যুত বা গৃহহীন মানুষগুলোর জন্য।

শহরের কাছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তৈরি করা হয়েছে গৃহহীনদের জন্য। কিন্তু তারপরেও গরমে মৃত্যু ঠেকানো যাচ্ছে না গৃহহীনদের। ফিনিক্সের এক বাসিন্দা পেজ জানান, গত পাঁচ বছরে তিনবার হিটস্ট্রোক করেছেন তিনি, এটিকে একটি “গোপন ঘাতক” হিসাবে অভিহিত করেন তিনি।

এ ছাড়া সাধারণ মৌসুমি বৃষ্টিপাত না হওয়াতে আরও তীব্র হচ্ছে তাপমাত্রা যা রাতারাতি পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

দ্যা জোন আশ্রয়কেন্দ্রে সামাজিক পরিষেবা, চিকিৎসাসহ নানারকম সুবিধা দিয়ে থাকেন মানব পরিষেবা ক্যাম্পাসের প্রধান অ্যামি শোয়াবেনলেন্ডার। তিনি বলেন, এরকম তীব্র গরম চলতে থাকলে আমরা আরও তাপজনিত মৃত্যু দেখতে পাব।”

তবে ফিনিক্সে গৃহহীনদের জন্য শীতল আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শহরটি তার তাপত্রাণ কর্মসূচির অংশ হিসেবে হাজার হাজার পানির বোতলও সরবরাহ করছে।

ফিনিক্স এবং এর অন্তর্ভুক্ত মেরিকোপা কাউন্টিতে গত বছর তাপজনিত কারণে মৃত্যু ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সেখানে গত বছর তাপপ্রবাহে মারা গেছে ৪২৫ জন যাদের বেশিরভাগই গৃহহীন জনসংখ্যা।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে জনসংখ্যার বৃদ্ধির পাশাপাশি আবাসন খাতের মূল্য বৃদ্ধির কারণে অ্যারিজোনা রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে গৃহহীন মানুষের সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং সহ চরম তাপমাত্রার মুখোমুখি হতে হয় এই গৃহহীন মানুষদের।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২২ জুলাই ২০২৩

Back to top button