ঝালকাঠি

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৩

ঝালকাঠি, ২২ জুলাই – ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নের ছত্রকান্দায় বরিশাল-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভাণ্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি উল্টে ওই পুকুরে পড়ে। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে সাতজন নারী, চারজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।

উদ্ধার অভিযান অব্যাহত, কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ পুলিশ ও স্থানীয়রা। ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২২ জুলাই ২০২৩

 

Back to top button