ক্রিকেট

৫০০ তে কোহলির ১০০

নয়াদিল্লি, ২২ জুলাই – আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০০তম ম্যাচের মাইলফলকের দিনটি দারুণভাবে রাঙালেন বিরাট কোহলি। অসাধারণ এক সেঞ্চুরি করে মাঠ ছাড়েন তারকা এই ব্যাটার। তার ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪৩৮। জবাবে ব্যাট করতে নামা উইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে।

টস হেরে ব্যাটিংয়ে ভারতের হয়ে রোহিত শর্মা ও যাশাসবি জয়সওয়াল উদ্বোধনী জুটিতে ১৩৯ রানের শুরু এনে দেন। যদিও এরপরে ৪৩ রানের মধ্যে দলটি হারিয়ে বসে ৪ উইকেট। তবে কোহলি ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন শতরানের জুটিতে ভারত দিন শেষ করে চূড়ায় থেকেই।

অভিষেকে আগের টেস্টে ১৭১ রানের ইনিংসের পর জয়সওয়াল এবার করেন ৫৭। ওই টেস্টের আরেক সেঞ্চুরিয়ান রোহিতের ব্যাট থেকে এবার আসে ৮০। ৮ চার ও ১ ছক্কায় স্রেফ ৪৯ বলেই ফিফটি করেন জয়সওয়াল। রোহিতের পঞ্চাশ আসে ৭৪ বলে। লাঞ্চের আগে ২৬ ওভারেই ১২১ রান তুলে ফেলে ভারত।

লাঞ্চের পর জয়সওয়ালকে ফিরিয়েই জুটি ভাঙেন হোল্ডার। বেশ বাইরের বলে শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে অভিষিক্ত কার্ক ম্যাকেঞ্জির হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। ক্যারিবিয়ানদের লড়াইয়ে ফেরার শুরুও সেখান থেকেই। রোচের অফ স্টাম্প ঘেষা দারুণ ডেলিভারি শুবমান গিলকে ফেরায় ১০ রানে। আগের টেস্টের মতো এবারও ব্যর্থ অজিঙ্কা রাহানে (৩৮ বলে ৮)। শ্যানন গ্যাব্রিয়েলের দারুণ ডেলিভারি তার ব্যাট ছুঁয়ে উপড়ে দেয় অফ স্টাম্প।

এরপর শেষ সেশনে জাদেজার সঙ্গে কোহলির লড়াই। শুরুতে অনেকটা সময় নেন দুজনই। জোসেফের বলে বাউন্ডারি মেরে কোহলি প্রথম রানের দেখা পান ২১ বল খেলে! তবে সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পান দুজনই। ক্যারিবিয়ান বোলারদের হতাশ করে শেষ সেশনে কোনো উইকেটও পড়তে দেননি দুজন।

১৮০ বলে ১০টি চারে শতক পূর্ণ করেন কোহলি। শেষ পর্যন্ত এই ব্যাটার ২০৬ বলে ১১টি চারে ১২১ রানে রান আউট হন। সাদা পোশাকে কোহলির এটি ২৯তম শতক। এর মাধ্যমে কোহলি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সমান সেঞ্চুরি করে তার পাশে বসেছেন। একইসঙ্গে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে। এর আগে সমান সংখ্যক ম্যাচ খেলতে নেমে ৭৫টি সেঞ্চুরি করেছিলেন সাবেক ভারতীয় মাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন কোহলি তিন ফরম্যাট মিলিয়ে ৭৬তম সেঞ্চুরি করে শচীনকে ছাড়িয়ে যান।

জাদেজা ১৫২ বলে ৬১ রান করে কেমার রোচের শিকার হন। শেষ দিকে রবীচন্দ্রন অশ্বিন ৭৮ বলে ৫৬ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রোচের বলে বোল্ড হন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান রোচ ও ওয়ারিরিক্যান।

জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজরা ভালো শুরু পায়। দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও ত্যাগরানায়ন চন্দরপল উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন। অবশেষে জাদেজার বলে আউট হওয়া চন্দরপল ৯৫ বলে ৩৩ রানে আউট হন। দিন শেষে অধিনায়ক ব্র্যাথওয়েট ৩৭ ও ক্রিক ম্যাকেনজি ১৪ রানে অপরাজিত থাকেন।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২২ জুলাই ২০২৩

Back to top button