তুরস্কে যাচ্ছেন নেতানিয়াহু, এরদোয়ানের সঙ্গে করবেন বৈঠক
আঙ্কারা, ২১ জুলাই – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু আগামী ২৮ জুলাই তুরস্ক সফরে যাচ্ছেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উভয় নেতার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এরদোয়ানের দপ্তর জানায়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের তুরস্ক সফরের কয়েকদিন পর নেতানিয়াহুকে স্বাগত জানানো হবে। মাহমুদ আব্বাস আগামী ২৫ জুলাই তুরস্ক সফর করবেন বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কে স্বাগত জানাবেন। তারা তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর থেকে কোনও ইসরায়েলি প্রধানমন্ত্রীর এটি প্রথম তুরস্ক সফর। তবে তুরস্কের এই কূটনৈতিক পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে যখন অধিকৃত পশ্চিম তীরে বছরের পর বছর ধরে সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২১ জুলাই ২০২৩