কার্যালয়ের সামনেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে
ঢাকা, ২১ জুলাই – রাজধানীর পুরানা পল্টনে প্রিতম-জামান টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে নুরুল হক নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। শুক্রবার (২১ জুলাই) বিকেলে ভবনের নিচে এই সমাবেশ হয়।
ভাড়া বকেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভবনটির ছয়তলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় এখন পুলিশের নিয়ন্ত্রণে। বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের সরে যাওয়ার অনুরোধ করেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী এই কার্যালয় এখনো আমাদের। এই কার্যালয়ের সামনেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে। পুলিশ ভাইদের বলবো আপনারা সরে যান।
এর আগে বৃহস্পতিবার কার্যালয় উদ্ধারের সময় পুলিশের হামলা হয়েছে দাবি করে নুর বলেন, আজ অসুস্থ শরীর নিয়ে জনতার অধিকার আদায়ে রাস্তায় দাঁড়িয়েছি। গণঅধিকার পরিষদ নিয়ে যারা বিভ্রান্তি, অপপ্রচার ছড়াবে তাদের রক্ষা হবে না। হামলা-মামলা যত আসবে গণঅধিকার ততো শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আগামীতে যে সর্বদলীয় আন্দোলন সংঘটিত হচ্ছে, সেই আন্দোলনে যেন অংশগ্রহণ করতে না পারি এজন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীর নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই অব্যাহত থাকবে।
নুরুল হক নুর বলেন, কার্যালয় পুলিশ দখল করেছে। এখন প্রমাণ হয়েছে গণঅধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখতে চাই ওদের ষড়যন্ত্রের জাল কত লম্বা, আর আমাদের সাংগঠনিক শক্তি ও নেতৃত্ব কত লম্বা। সাংগঠনিকভাবে তাদের পরাস্ত করবো।
এর আগে বৃহস্পতিবার প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন কেচিগেট ও তালা লাগিয়ে দেওয়া হয়। কেচিগেট ও তালা খুলতে গেলে পুলিশের সঙ্গে নুরুল হক নুর ও তার অনুসারীদের ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে নুরের পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে যায়।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জুলাই ২০২৩