জাতীয়

সন্ধান মিলেছে বিএনপি নেতা কবিরের

ঢাকা, ২১ জুলাই – ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের সন্ধান পাওয়া গেছে। হাত-চোখ বাধা অবস্থায় তাদের রাজধানীর মাতুয়াইল এলাকায় পাওয়া গেছে।

শুক্রবার (২১ জুলাই) ভোরে তাদের সেখানে পাওয়া যায়। এ সময় তাদের মুমূর্ষ দেখা গেছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার এসব তথ্য নিশ্চিত করে জানান, কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা এলাকা থেকে কবির আহমেদ ভুঁইয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল বিএনপি।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২১ জুলাই ২০২৩

Back to top button