জাতীয়

বিএনপি নেতা কবির ভুইয়াকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

ঢাকা, ২০ জুলাই – ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়াকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (২০ জুলাই) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার বিনস অ্যান্ড অ্যারোমা থেকে সাদা পোশাকধারী পুলিশ তাকে সকালে তুলে নিয়ে যায়। পুলিশ এখনো স্বীকার করছে না বা তার কোনো হদিস দিচ্ছে না।

তার পরিবার ও দল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

সূত্র:বাংলানিউজ
আইএ/ ২০ জুলাই ২০২৩

Back to top button