জাতীয়
হিরো আলমকে নিয়ে টুইট: জাতিসংঘের প্রতিনিধিকে তলব করে বাংলাদেশের অসন্তোষ
ঢাকা, ২০ জুলাই – ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম জাতিসংঘ আবাসিক প্রতিনিধির পক্ষে ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে অসন্তোষ প্রকাশ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী জানান, আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকেছি। তবে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত প্রধান এসেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ জুলাই ২০২৩