জানা-অজানা

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৭ জন। সুস্থ হয়েছেন ৩০ হাজার ৬১৩ জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৪ হাজার ১২৯ জন।

এ ছাড়া ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। পানামায় আক্রান্ত হয়েছে ৪৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। ইরানে আক্রান্ত হয়েছে ৮ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ১২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। জিম্বাবুয়ে আক্রান্ত হয়েছে ৬২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ২১৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ১ হাজার ৫১৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৪৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আইএ/ ২০ জুলাই ২০২৩

Back to top button