দক্ষিণ এশিয়া

আদালতে ফের ক্ষমা চাইলেন ইমরান খান

ইসলামবাদ, ১৯ জুলাই – পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান জেলা ও দায়রা আদালতে নারী বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার মামলায় আবারও ক্ষমা চেয়েছেন।

বুধবার ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মালিক আমানের আদালতে এই মামলার শুনানির সময় ক্ষমা চান তিনি। খবর জিও নিউজের।

সহকর্মী শাহবাজ গিলকে পুলিশি হেফাজতে নির্যাতন চালানো হয়েছে এই অভিযোগে গত ২০ অক্টোবর এক সমাবেশের আয়োজন করেন ইমরান খান। সেখানে তিনি শাজবাজের ওপর নির্যাতনের জন্য ইসলামাবাদ ইনস্পেক্টর-জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর-জেনারেলকে দেখে নেওয়ার হুমকি দেন। হুঁশিয়ারি দেন এক বিচারককে। এরপরই ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।

বুধবার শুনানির সময় পিটিআই প্রধান জানান, এর আগে তিনি যখন ওই বিচারকের আদালতে গিয়েছিলেন, তখন তিনি ক্ষমা চেয়েছিলেন।

বিচারক আমানকে ইমরান খান বলেন, ‘আমি নারী বিচারকের আদালতে গিয়েছিলাম এবং বলেছিলাম যে আমার বক্তব্য যদি কাউকে আঘাত করে তবে আমি ক্ষমা চাইছি।’

হুমকি দেওয়ার এক মাসেরও বেশি সময় পরে পিটিআই চেয়ারম্যান বিচারকের আদালতে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পুলিশ নারী বিচারকের কক্ষ বন্ধ করে দেয় এবং জানায় যে তিনি ছুটিতে আছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ জুলাই ২০২৩

Back to top button