জাতীয়

একদিনে আরও ৪২ জনের করোনা শনাক্ত

ঢাকা, ১৯ জুলাই – করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৪২ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয় ৯৮১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৩ হাজার ৭৭২ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৬৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৬৬০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ জুলাই ২০২৩

 

Back to top button