সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে লিফলেট বিতরণ করবে বিএনপি
ঢাকা, ১৯ জুলাই – সরকার পতনের এক দফা দাবিতে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, এক দফা দাবিতে আগামী ২১ জুলাই (শুক্রবার) বাদ জুমা ঢাকাসহ সারাদেশে বিএনপির পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে।
এ সময় দেশের বিভিন্ন জেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে বাধা, হামলা-মামলার চিত্র তুলে ধরে রিজভী বলেন, মঙ্গলবার ও বুধবারের পদযাত্রা কর্মসূচিতে প্রায় ৩ হাজার নেতাকর্মী আহত হয়েছেন। নিহত হয়েছেন একজন ও গুলিবিদ্ধ হয়েছেন ২ হাজারেরও বেশি নেতাকর্মী।
এদিকে, সারাদেশে পদযাত্রা কর্মসূচিতে হামলায় নিহতের ঘটনায় বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকায় শোকর্যালি করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ জুলাই ২০২৩