ইউরোপ

গ্রিসে ভয়াবহ দাবানল, সামার ক্যাম্প থেকে সরানো হল ১২০০ শিশু

এথেন্স, ১৮ জুলাই – তীব্র তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের চারপাশে ছড়িয়ে পড়েছে দুটি ভয়াবহ দাবানল। এতে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় লোকজনকে।

জানা যায়, এথেন্সের পশ্চিমে উপকূলীয় শহর লুট্রাকিতে ভয়াবহ দাবানলের কাছাকাছি থাকার কারণে গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে প্রায় ১২০০ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে রাজধানীর দক্ষিণ-পূর্বের কাউভারাসে ছড়িয়ে পড়েছে আরেকটি দাবানল। আগুন নেভাতে কাজ করছে ১৫০টি দমকল বাহিনী।

দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেখানে দাবানল জ্বলছে, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে হাওয়া বইছে।
দমকল বাহিনীর পাশাপাশি আগুন নেভানোর জন্য ১১টি বিমানও কাজে লাগানো হয়েছে। দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট-শহরের কাছেও দাবানল জ্বলতে শুরু করেছে।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে এথেন্স-সহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস, তুরস্ক এবং ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৮ জুলাই ২০২৩

Back to top button