পারলে আমাদের হারান, নতুন জোট নিয়ে মমতার চ্যালেঞ্জ
কলকাতা, ১৮ জুলাই – বেঙ্গালুরুতে বিরোধী দলগুলোর বৈঠক শেষে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্রভাবে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তার দাবি, বিরোধীদের নতুন জোট ‘ইন্ডিয়া’র (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স) কাছে আগামী নির্বাচনে হারবে বিজেপি জোট। গেরুয়া শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেছেন, ‘ক্যাচ আস ইফ ইউ ক্যান’ (পারলে আমাদের ধরে দেখাও)।
আগামী বছর ভারতের লোকসভায় নির্বাচনকে পাখির চোখ করে বিরোধীদের প্রদীপের সলতে পাকানোর কাজটা শুরু হয়েছিল বিহারের রাজধানী পাটনায় প্রথম বৈঠক থেকে। মঙ্গলবার (১৮ জুলাই) বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো, এবার ভারতীয় জনতা পার্টিকে ধরাশয়ী করতে মাঠে নামছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ‘ইন্ডিয়া’।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। এই জোটের হাত ধরে ভারতের গণতন্ত্র বাঁচবে। আমার মনে হয় আজ থেকে সত্যিকারের একটা লড়াই শুরু হয়ে গেলো।
বিজেপিকে চ্যালেঞ্জ জুড়ে দিয়ে মমতা বলেন, আপনারা কি ইন্ডিয়াকে (জোট) চ্যালেঞ্জ দিতে পারবেন? অন্যরা কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে পারবে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। আমরা দেশপ্রেমী। আমরা যুব প্রজন্মের পক্ষে, আমরা পড়ুয়াদের পক্ষে, আমরা কৃষকদের পক্ষে, দলিতদের পক্ষে। আমরা উন্নত অর্থনীতির পক্ষে। তাই আমাদের পরিকল্পনা, প্রচার ও কর্মসূচির ওপর জোর দিতে হবে। সব কিছুই হবে ইন্ডিয়ার ছাতার তলায়। ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে।
ভারতের বিরোধী দলগুলোর প্রভাবশালী নেতাদের উপস্থিতিতে তৃণমূল নেত্রী আরও বলেন, কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করতে চান, তাহলে ‘ক্যাচ আস ইফ ইউ ক্যান’।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ জুলাই ২০২৩