কক্সবাজার সৈকতে গোসলে নেমে ভেসে গেল স্কুলছাত্র
কক্সবাজার, ১৮ জুলাই – কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলী তুহিন নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ সময় তার সঙ্গে গোসল করতে নামা ৩ বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. আলী তুহিন কক্সবাজার পৌরসভার নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যাটরি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জীবিত উদ্ধার হওয়া অপর তিন বন্ধুরা হলো কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও নুর পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. আশেক নুর, কক্সবাজার মডেল হাইস্কুলে এসএসসির ফলপ্রার্থী সাহাব উদ্দিনের ছেলে মো. মেহরাব উদ্দিন, কক্সবাজার মডেল হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র শহিদুল ইসলামের ছেলে তাহমিদ ইসলাম। এদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসকের কর্মী বেলাল হোসেন জানান, চার বন্ধু মিলে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের কবলে ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়।
কিন্তু এর মধ্যে ভেসে নিখোঁজ হন একজন। তাকে উদ্ধারের জন্য লাইফ গার্ড কর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ জুলাই ২০২৩