ছেলের জন্মের পর থেকেই কানে কোরআন পাঠ করে শোনাচ্ছেন সানা খান
মুম্বাই, ১৮ জুলাই – এক সময় অভিনয় করতেন, পরে অভিনয় ছেড়ে ইসলামের পথ অনুসরণ করে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিয়ে করেন সানা খান। বিয়ের তিন বছরের মাথায় চলতি বছরের ৫ জুলাই কোলে এসেছে প্রথম পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন তারিক জামাল। পাকিস্তানের ধর্মপ্রচারক তারিক জামিলের সঙ্গে ছেলের নামের মিল থাকায় সামলোচনা শুরু হয় নেটমাধ্যমে।
ছেলের নাম প্রসঙ্গে মুখ খুলেছিলেন সানা। তিনি বলেন, ‘এই নামটি আসলে মানুষের ওপর দারুণ প্রভাব ফেলে। তাই আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছি, যা ধর্মপরায়ণতা, সহনশীলতা এবং সততার প্রতীক।’
সম্প্রতি অভিনেত্রী তার সন্তানের সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কোরানের পাঠ দিচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখা যায় বাবার একটি আঙুল ধরে আছে জামিল।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে করেন সানা খান। স্বামী ইসলাম ধর্মের গবেষক। বিয়ের পরই অভিনয় ও ঝলমলে পোশাক ছেড়ে ধারণ করেন হিজাব।
আইএ/ ১৮ জুলাই ২০২৩